প্রতীকী ছবি।
চুক্তির ভিত্তিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে কর্মী নিয়োগ করা হবে। মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজে কনসালট্যান্ট কাম সিনিয়র প্রাইভেট সেক্রেটারি পদে কর্মী প্রয়োজন। এই মর্মে ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউটের তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কেন্দ্র / রাজ্য / কেন্দ্রীয় সংস্থা / সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে। শর্তসাপেক্ষে অবসর গ্রহণ করতে চলেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে। তিন বছর চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের ইংরেজি এবং হিন্দি ভাষায় শর্টহ্যান্ড লেখার অভ্যাস থাকা আবশ্যক। তাঁদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। মাইক্রোসফট অফিস ব্যবহার করে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভাল। ন্যূনতম ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা এবং পদের নিরিখে পারিশ্রমিক দেওয়া হবে। উল্লিখিত পদে অনূর্ধ্ব ৬২ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। নিযুক্ত ব্যক্তি মাসে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
আগ্রহীরা ৬ অক্টোবরের মধ্যে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি পাঠাতে পারবেন। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। অন্যান্য তথ্য জানার জন্য ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখে নিতে হবে।
আগ্রহীরা ৬ অক্টোবরের মধ্যে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি পাঠাতে পারবেন। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। অন্যান্য তথ্য জানার জন্য ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখে নিতে হবে।