ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। ছবি: সংগৃহীত
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের জন্য কাজের সুযোগ। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে স্নাতকোত্তীর্ণ ব্যক্তি প্রয়োজন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তীর্ণ ব্যক্তিদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করেছেন এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।
বাছাই করা প্রার্থীকে ‘ডেভেলপমেন্ট অফ আন্ডারওয়াটার অর্গানিজ়ম-সাপোর্টেট ব্রিদিং সিস্টেম: আ প্লান্ট-বেসড অ্যাপ্রোচ’ শীর্ষক গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে। এই প্রকল্পে ১১ মাস চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা এবং মেধা যাচাই করে নেওয়া হবে। নিযুক্ত ব্যক্তিকে মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
১১ অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিনের আগে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ অন্যান্য নথি ইমেল মারফত জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের ইমেল মারফত ইন্টারভিউয়ে যোগদানের লিঙ্ক-সহ সময় জানিয়ে দেওয়া হবে। এই পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে প্রার্থীদের আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটটি দেখে নিতে হবে।