ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটিতে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে বায়োডিজ়াইন ফেলো হিসাবে দু’জনকে নিয়োগ করা হবে।
ওই কাজে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন, হেলথ কেয়ার, বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে পিএইচডি বা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। তাঁদের বায়োমেডিক্যাল ডিভাইসেস ডিজ়াইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
নিযুক্তদের কাজ করতে হবে মোট ন’মাসের চুক্তিতে। প্রতি মাসে তাঁদের ৬০,২৫০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। পদপ্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। তবে এর জন্য আলাদা করে আবেদন জানাতে হবে।
আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ হবে ৩ অক্টোবর। কী ভাবে আবেদন করতে হবে, এই বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিন।