ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনি (ইন্টার্ন) নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ওই পদে তাঁদের কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
সংশ্লিষ্ট কাজের জন্য যে কোনও বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। তবে যাঁরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে, উভয় ক্ষেত্রেই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে বিভিন্ন কাজের দক্ষতা থাকতে হবে।
ট্রেনি বা ইন্টার্ন হিসাবে প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে কাজ করতে দেওয়া হবে। একই সঙ্গে এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং-এ কাজে লাগে এমন যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আবেদনকারীদের বয়স ২৩ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের দিন জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।