ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ছবি: সংগৃহীত।
পিএইচডি করেছেন, এমন প্রার্থীদের কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চ অ্যাসোসিয়েট/ব্রিজিং ফেলো নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের স্কুল অফ অফ মেটিরিয়ালস সায়েন্সেস-এর জন্য ওই পদে কর্মী প্রয়োজন।
কারা আবেদন করতে পারবেন?
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করেছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স, সলিড স্টেট সিন্থেসিস, ক্রিস্টাল গ্রোথ, সিনক্রোট্রন নিয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ইমেল করে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে পারেন। এ ছাড়াও সরাসরি ইন্টারভিউয়ের জন্যও উপস্থিত থাকতে পারেন।
উল্লিখিত পদে ৪ জানুয়ারি, ২০২৪-এ ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহীদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কলকাতার দফতরে উপস্থিত থাকতে হবে। উল্লিখিত বিভাগে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।