ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা। ছবি: সংগৃহীত
রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, এমন প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কলকাতার দফতরে ইন্টার্ন নিয়োগ করা হবে। প্রসঙ্গত, প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্স বিভাগের একটি গবেষণা প্রকল্পে দু’মাস কাজ করার জন্য প্রার্থী প্রয়োজন।
কারা আবেদন করতে পারবেন?
রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। এ ছাড়াও স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারাও ইন্টার্ন পদে আবেদন করতে পারবেন।
পারিশ্রমিক:
মাসে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেলযোগে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে।
উল্লিখিত পদে ৮ অগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। বাছাই করা প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টার্নশিপ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।