কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
প্রাণিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের নিয়োগ করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের প্রাণিবিজ্ঞান বিভাগের জন্য অতিথি শিক্ষক প্রয়োজন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ চারটি।
কারা আবেদন করতে পারবেন?
জীবনবিজ্ঞান, প্রাণিবিদ্যা, প্রাণিবিজ্ঞান এবং রসায়নে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের এই পদে নিয়োগ করা হবে। তাঁদের উল্লিখিত বিভাগে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত ব্যক্তিদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইন্টিগ্রেটেড বিএসসি-এমএসি ইন অ্যানিম্যাল সায়েন্স এবং স্নাতকোত্তর পর্বে প্রাণিবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতে হবে।
১৮ সেপ্টেম্বর, ২০২৩-এর মধ্যে অনলাইনে প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের দিন জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।