প্রতীকী চিত্র।
রাজ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দু’দিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চলের স্কুলগুলিতে শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গভর্নমেন্ট মডেল স্কুলগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে গভর্নমেন্ট মডেল স্কুল ইটাহার, গভর্নমেন্ট মডেল স্কুল কালিয়াগঞ্জ, গভর্নমেন্ট মডেল স্কুল গোলপোখোর-১ এবং গভর্নমেন্ট মডেল স্কুল গোলপোখোর-২। স্কুলগুলিতে নিয়োগ হবে অতিথি শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে। শিক্ষাকর্মীর পদগুলি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র।
গভর্নমেন্ট মডেল স্কুল গোলপোখোর-১ এবং গভর্নমেন্ট মডেল স্কুল গোলপোখোর-২ -এর স্কুলগুলিতে ইংরেজি, বাংলা, ভূগোল, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য অতিথি শিক্ষকদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। দু’টি স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র মোট শূন্যপদ রয়েছে ৫টি। অন্য দিকে, গভর্নমেন্ট মডেল স্কুল ইটাহার এবং গভর্নমেন্ট মডেল স্কুল কালিয়াগঞ্জে ভূগোল, অঙ্ক, ইতিহাস এবং ভৌতবিজ্ঞানের জন্য অতিথি শিক্ষকদের নিয়োগ করা হবে। এই স্কুলগুলিতে শিক্ষাকর্মীর কোনও পদে নিয়োগ হবে না।
সমস্ত পদে আবেদনের জন্যই প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। অতিথি শিক্ষকের পদগুলিতে সরকারি/ সরকারি সাহায্যপ্রাপ্ত/ সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকরাই আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতক বা স্নাতকোত্তরের পর বিএড ডিগ্রিও থাকতে হবে। শিক্ষাকর্মীর পদগুলিতেও শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্তরাই আবেদনের যোগ্য।
পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগামী ৭ এবং ৯ নভেম্বর সকাল ১১টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইট দেখে নিতে হবে।