DCIL Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থা ডিসিআইএল-এ চাকরির সুযোগ, কেমন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?

চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং জেনারেল ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়ঃসীমা হতে হবে যথাক্রমে ৪৭-৫৫ বছর এবং ৪৫-৫৫ বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৭:৫১
Share:

ডিসিআইএল। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় সংস্থা ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ডিসিআইএল)-এ দু’টি গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনেই আগ্রহীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

নিয়োগ হবে চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) পদে। শূন্যপদের সংখ্যা দু’টি। চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং জেনারেল ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়ঃসীমা হতে হবে যথাক্রমে ৪৭-৫৫ বছর এবং ৪৫-৫৫ বছর। দুই পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে যথাক্রমে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা এবং ১,০০,০০০-২,৬০,০০০ টাকা।

চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। জেনারেল ম্যানেজার পদের জন্য প্রার্থীদের ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকাই) বা আইসিএমএআই-এর সদস্য হতে হবে। দু’টি পদের জন্যই রয়েছে পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে।

Advertisement

দু’টি পদে প্রার্থীদের নিয়োগ হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। জেনারেল এবং ওবিসি ক্যাটেগরিভুক্তদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকাও। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য থাকবে ছাড়। নিয়োগের শর্তাবলি বিশদে জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement