DRDO Recruitment 2023

ডিআরডিও অধীনস্থ সংস্থায় কর্মখালির বিজ্ঞপ্তি, রয়েছে ৫৫টি শূন্যপদ

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৭:৫৩
Share:

রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর অধীনস্থ রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (আরএসি)-এ একাধিক কর্মী নিয়োগ করা হবে। সংস্থার বিভিন্ন বিভাগে নানা পদের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। আগ্রহীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে প্রজেক্ট সায়েন্টিস্ট ‘এফ’, প্রজেক্ট সায়েন্টিস্ট ‘ই', প্রজেক্ট সায়েন্টিস্ট ‘ডি’, প্রজেক্ট সায়েন্টিস্ট ‘সি’ এবং প্রজেক্ট সায়েন্টিস্ট ‘বি’ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫৫। বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পদের ভিত্তিতে, মাসিক বেতনের পরিমাণ হবে ৯০,৭৮৯ টাকা থেকে ২,২০,৭১৭ টাকা। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে সেই মেয়াদ বাড়তে পারে।

সংস্থায় যে বিষয়গুলির জন্য প্রার্থী নিয়োগ করা হবে, সেগুলি হল— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রতি ক্ষেত্রে প্রজেক্ট সায়েন্টিস্টের পদগুলির জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।

Advertisement

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। জমা দিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিও। সংরক্ষিত শ্রেণিভুক্ত ছাড়া বাকি প্রার্থীদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন জানানো যাবে ১১ অগস্ট পর্যন্ত। এই বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য প্রার্থীদের ডিআরডিও-র ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement