প্রতীকী চিত্র।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ গবেষণাগারে কাজের সুযোগ। এই মর্মে ওই অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরির তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে স্নাতক এবং পিএইচডি সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া হবে। শূন্য পদ তিনটি।
জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন কিংবা ওই বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীদের বেছে নেওয়া হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের অন্তত তিন বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
কাজ চলাকালীন জেআরএফ হিসাবে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ৬৭ হাজার পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ওই কাজের জন্য প্রাথমিক ভাবে দু’বছরের জন্য নিয়োগ করা হলেও পরে ওই মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট দিনে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথিও জমা দিতে হবে। ৩০ মে হায়দরাবাদের দফতরে এই ইন্টারভিউ নেওয়া হবে। এই সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে সংশ্লিষ্ট গবেষণাগারের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।