Indian Post Recruitment 2024

ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে পারিশ্রমিক ১৯,৯০০ টাকা। মোট দু’বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮
Share:

প্রতীকী ছবি।

ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি বিভাগীয় ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাক বিভাগে ড্রাইভার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ। মোট শূন্যপদ রয়েছে ১৯টি। প্রতি মাসে পারিশ্রমিক ১৯,৯০০ টাকা। মোট দু’বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১২ জানুয়ারি ’২৫ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement