Recruitment in DU 2023

দিল্লি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে চান? একাধিক পদে শিক্ষাকর্মী নিয়োগ করবে এই প্রতিষ্ঠান

ভেটেরেনারিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস-সহ আরও পদে নেওয়া হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৬:৫০
Share:

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে রয়েছে একাধিক পদে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

একাধিক পদে এবং বিভিন্ন বিভাগে শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে এই প্রতিষ্ঠান। ডেপুটি লাইব্রেরিয়ান, জয়েন্ট ডিরেক্টর (ডিরেক্টরেট অফ হিন্দি মিডিয়াম ইমপ্লিমেন্টেশন), ডেপুটি রেজিস্ট্রার, ভেটেরেনারিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, হিন্দি অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (রাশিয়ান) পদে নেওয়া হবে কর্মী।

সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৫৭টি। যার মধ্যে আট জন ডেপুটি লাইব্রেরিয়ান, দু’জন জয়েন্ট ডিরেক্টর, পাঁচ জন ডেপুটি রেজিস্ট্রার, এক জন ভেটেরেনারিয়ান, ৩৫ জন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, দু’জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, হিন্দি অফিসার এক জন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট দু’জন এবং এক জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতনের বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement