ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ছবি: সংগৃহীত
ইঞ্জিনিয়ারিং কিংবা ফার্মেসিতে স্নাতক ডিগ্রি রয়েছে? কেন্দ্রীয় সংস্থায় এমন প্রার্থীদের কাজের সুযোগ মিলবে। কাউন্সিল অফ সায়েন্টেফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-তে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৮ বছরের কম বয়সি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
ফার্মেসি কিংবা ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক স্তরের ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো-গেট পদের জন্য আবেদন করতে পারবেন।
পাশাপাশি, ফার্মেসিতে স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের উল্লিখিত বিষয়ে গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপটিটিউট টেস্ট (জিপ্যাট) এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তীর্ণদের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শূন্যপদ দু’টি।
কাজের ধরন:
কী ভাবে নিয়োগ করা হবে?
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
কী কী নথি প্রয়োজন?
প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র-সহ জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রতিযোগিতামূলক পরীক্ষার শংসাপত্র নিয়ে আসতে হবে। এছাড়াও তাঁদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে, যার প্রতিলিপি ইন্টারভিউয়ের দিন নিয়ে আসতে হবে।
বেতন:
প্রার্থীর অভিজ্ঞতা এবং মেধার ভিত্তিতে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।
১০ অগস্ট, ২০২৩ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি যাদবপুর কেন্দ্রে ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীদের বেলা ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপস্থিত হতে হবে। এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।