ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। সংগৃহীত ছবি।
কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান যাদবপুরের ইন্ডিয়ান ইন্সিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। সেই প্রতিষ্ঠানেই বেশ কয়েকটি পদে প্রার্থী নিয়োগ করা হবে। শুক্রবার প্রতিষ্ঠানের তরফে সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদগুলিতে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানে গবেষণার জন্য নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-২, রিসার্চ অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। মোট শূন্যপদের সংখ্যা ১২। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। বাকি পদের ক্ষেত্রে প্রার্থীদের আবেদনের বয়:সীমা ৩৫ বছর। পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক পারিশ্রমিক মিলবে ২৫,০০০ টাকা/ ৩১,০০০ টাকা/ ৩৫,০০০ টাকা/ ৪৭,০০০ টাকা। এ ছাড়াও মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতা। বিভিন্ন প্রজেক্টের মেয়াদ দুই অথবা তিন বছর।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সে বিএসসি/ এমবিবিএস/ বিএইচএমএস ডিগ্রি থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
আগামী ৪ অগস্ট প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ওই দিন প্রার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য আরও বিশদে জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।