সিআইএফটি। ছবি: সংগৃহীত।
কোচিতে রয়েছে চাকরির সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের অধীনে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিসারিজ টেকনোলজি (সিআইএফটি)-তে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
ইয়ং প্রফেশনাল-১ নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কাজের মেয়াদ ১ বছর। কোচিতে হবে কর্মস্থল। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োকেমেস্ট্রি/ ফিস নিউট্রিশন/ জুলোজি/ অ্যানিম্যাল সায়েন্স/ বায়োলজিতে স্নাতক হওয়া দরকার। প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
কবে ইন্টারভিউ?
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ১৯ জুলাই ইন্টারভিউ হবে। সকাল ৯টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। ওই দিন সঙ্গে অবশ্যই আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি রাখা দরকার। সকাল ৯টা থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে ১০টা পর্যন্ত। বিজ্ঞপ্তিটি দেখতে প্রার্থীকে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিসারিজ টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গেলে যাবতীয় বিষয় জানা যাবে।