সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় অ্যাডভাইজ়ার নিয়োগ করা হবে। এই মর্মে সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড-এর তরফে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদে কোন ব্যক্তিরা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত রইল।
কোন পদে নিয়োগ হবে?
সিভিল অ্যাডভাইজ়ার পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রার্থীদের কাজ করতে হবে। শূন্যপদ একটি।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) /ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) /ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)— এর মধ্যে যে কোনও একটি ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের কেন্দ্র অথবা সরকার অধিগৃহীত সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দশ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়স:
অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন:
নির্বাচিত প্রার্থীরা মাসে ৭৫ হাজার থেকে ১ লক্ষ পাঁচ হাজার টাকা বেতন হিসেবে পাবেন।
কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিষ্ঠানের দফতরে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি-সহ ওই ফর্মটি ডাকযোগে পাঠাতে হবে।
কী ভাবে নিয়োগ করা হবে?
বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদন করার শেষ দিন ২৯ জুলাই, ২০২৩। নিয়োগ এবং পদ সংক্রান্ত আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।