প্রতীকী ছবি।
বাঁকুড়া জেলায় সরকারি ব্যাঙ্কে কাজের সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে কর্মখালি। এ ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে আগ্রহী প্রার্থীদের। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া ছাড়াও পূর্ব মেদিনীপুরে হবে কর্মস্থল।
বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার পদের জন্য এই নিয়োগ। বাঁকুড়া জেলার আঞ্চলিক দফতরে হবে কর্মস্থল। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের দক্ষতা থাকা চাই। আবেদনের জন্য ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এ ছাড়া, অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে এবং ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে বেতন হবে ১৫ হাজার টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীরা বেতন পাবেন ১২ হাজার টাকা।
আবেদন করবেন কী ভাবে?
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পরে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩০ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।