কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স (গার্হস্থ্য বিজ্ঞান) বিভাগে গবেষণার কাজে প্রার্থী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য কাজে নিযুক্ত করা হবে প্রার্থীদের। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে প্রার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে নিয়োগ হবে প্রজেক্ট ফেলো পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা স্পষ্ট ভাবে জানানো হয়নি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে প্রজেক্টের মেয়াদ চার মাস, তবে তা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় ফান্ড এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে ছ’মাস পর্যন্ত চলতে পারে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে মাসিক বেতন স্থির করা হবে।
গবেষণা প্রকল্পটির নাম ‘ডেভেলপমেন্ট অফ নিউট্রিয়েন্ট-রিচ অয়েল-ইন-ওয়াটার ন্যানোইমালশন্স ফর ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড অ্যাসোসিয়েটেড ম্যালনিউট্রিশান ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং নেশন্স’। গবেষণা প্রকল্পটি অর্থ যোগান দিচ্ছে কানাডার সাস্কাতচাওয়ান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিসার্চ পার্টনারশিপ ফান্ড। প্রজেক্ট তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগের প্রফেসর পূবালী ধর এবং সাস্কাতচাওয়ান বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সুপ্রতিম ঘোষ।
আবেদনের জন্য প্রার্থীদের অ্যানিম্যাল হ্যান্ডলিং, টিস্যু আইসোলেশন, এক্স-ভিভো, সিটু সেল কালচার্স, ন্যানোস্ট্রাকচার্স-সহ অন্যান্য বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যান ট্রায়াল নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই। বাছাই প্রার্থীদের নিয়োগের ইন্টারভিউয়ের দিন ক্ষণ যথা সময়ে জানানো হবে। এই বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।