CU Recruitment 2023

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে, কোন বিভাগে?

প্রকল্পটির নাম ‘ট্রেস মেটাল অ্যানালিসিস অফ বায়ো-ফ্লুইডস অফ টিউবার কনজিউমারস অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ইটস সেলুলার, জেনেটিক অ্যান্ড এপিজেনেটিক টার্গেটস’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:৩১
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকল্পটির নাম ‘ট্রেস মেটাল অ্যানালিসিস অফ বায়ো-ফ্লুইডস অফ টিউবার কনজিউমারস অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ইটস সেলুলার, জেনেটিক অ্যান্ড এপিজেনেটিক টার্গেটস’। প্রতি মাসে পারিশ্রমিক ১৫ হাজার টাকা দেওয়া হবে। প্রথমে কাজের মেয়াদ হবে ছ’মাস। পরে এক বছর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১০ জানুয়ারি ’২৪-এ ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। তবে তার আগে আবেদনপত্র জমা দেওয়া দরকার। তার জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া আইডিতে বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ৫ জানুয়ারি আবেদনপত্র মেল করার শেষ দিন।

Advertisement

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement