সিএনসিআই। ছবি: সংগৃহীত।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সুপারভাইজ়র পদে নিয়োগ করা হবে। বেসিলের তরফ থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রতি মাসে ৩৯,৯৩০ টাকা বেতন দেওয়া হবে।
কী যোগ্যতা প্রয়োজন?
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনোলজি (আইটি)-তে বিটেক ডিগ্রি থাকা দরকার। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও, যদি আইটি বিষয়ে ডিপ্লোমা থাকে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে তা হলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় যদি কোনও রকম সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেলে যোগাযোগ করা যেতে পারে। ২৯ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বেসিল-এর তরফে মেল/ফোন করে জানানো হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।