প্রতীকী ছবি।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
চুক্তির ভিত্তিতে নার্সিং অফিসার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৭০টি। এর মধ্যে ৯২ জন সাধারণ শ্রেণির প্রার্থী এবং বাকি ৭৮ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থী আবেদন করতে পারবেন। এই কাজে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৮ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকাও আবশ্যক।
আবেদন করবেন কী ভাবে?
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তা থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পরে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৪ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।