বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।
গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে বসু বিজ্ঞান মন্দির। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
দু’জন প্রজেক্ট সায়েন্টিস্ট ১ এবং এক জন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ।
প্রজেক্ট সায়েন্টিস্ট ১ প্রতি মাসে ৫৬ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের নীচে হওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হবে ৩০ হাজার টাকা প্রতি মাসে। আবেদনের জন্য স্নাতক যোগ্যতা থাকা দরকার। যদি কম্পিউটারের কাজে দক্ষতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওতা তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২২ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে বসু বিজ্ঞান মন্দিরের এই ওয়েবসাইটটি দেখতে পারেন।