IIT Guwahati Recruitment 2024

আইআইটি গুয়াহাটিতে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?

চুক্তির ভিত্তিতে ১০ মাসের জন্য এই কাজে বহাল থাকতে হবে। প্রতি মাসে ৩৭,২১০ পর্যন্ত বৃত্তি হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৭:২৯
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

ইলেক্ট্রিক্যাল কিংবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। এমন প্রার্থীদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের জন্য যোগ্য ব্যক্তি প্রয়োজন।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স কিংবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। আবেদনকারীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তবে অন্যান্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

কাজের প্রকৃতি:

চুক্তির ভিত্তিতে ১০ মাসের জন্য ওই কাজে বহাল রাখা হবে। নিযুক্ত ব্যক্তিকে মাইক্রোওয়েভ ডিভাইস নিয়ে কাজ করতে হবে।

বেতন:

প্রার্থীদের অভিজ্ঞতা এবং মেধাগত যোগ্যতার ভিত্তিতে প্রতি মাসে ৩৭,২১০ পর্যন্ত বৃত্তি হিসাবে দেওয়া হবে।

২২ এপ্রিল ইমেল মারফত জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠানোর শেষ দিন। ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। তাই প্রার্থীদের ২৪ এপ্রিল ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে উপস্থিত থাকতে হবে। এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement