ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে অধ্যাপনার সুযোগ। এই মর্মে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে আয়ুর্বেদিক লেকচারার পদে সরাসরি নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
আবেদনকারীদের আয়ুর্বেদ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। তবে আয়ুর্বেদ বিষয়ে ডক্টরাল ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ২০২৪-র ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পূর্বে অধ্যাপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে আবেদনকারীদের নাম পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে নথিভুক্ত থাকতে হবে।পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন পোর্টালের একটি ফর্ম পূরণ করতে হবে। পাশাপাশি, জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি এবং কর্মজীবনের অভিজ্ঞতার নথিও ওই পোর্টালেই জমা দিতে হবে। পাশাপাশি, ২১০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে, যা জমা না দিলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
সংশ্লিষ্ট বিষয়ে ২৯ জানুয়ারি থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের পোর্টাল চালু রাখা হবে। আবেদনপত্র অনলাইন ব্যতীত অন্য কোনও মাধ্যমে গ্রহণ করা হবে না। ওই পদের জন্য ৫৬,১০০ টাকা বেতন হিসাবে ধার্য করা হয়েছে। উল্লিখিত পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।