সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে মোট পাঁচ জনকে নিয়োগ করা হবে।
কেমিক্যাল, কেমিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোকেমিক্যাল, মেটালার্জি, পেট্রোকেমিক্যাল, ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি, মেটিরিয়াল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা আবশ্যক।
সংশ্লিষ্ট কাজের জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। মোট পাঁচ বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। দু’বছর পর ওই ফেলোশিপ বৃদ্ধি পেয়ে ৪২ হাজার টাকা হবে। পরবর্তী কালে নিযুক্তরা জেআরএফ হিসাবে কাজ করার পাশাপাশি, সিএসআইআর-এর তরফে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি প্রোগ্রামেও নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
আগ্রহীদের আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথি নিয়ে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তামিলনাড়ুর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ৯ এপ্রিল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।