এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
রাজ্যে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ডায়াবিটিস সংক্রান্ত একটি গবেষণাধর্মী কাজ হবে। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। প্রকল্পের কাজে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদন করতে হবে অনলাইনে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে যে গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘সেনসরিনিউর্যাল হিয়ারিং লস ইন টাইপ ২ ডায়াবিটিস মেলিটাস অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ প্লাজমা ফোলিক অ্যাসিড অ্যান্ড হোমোসিস্টিন’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পে নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০ বছর এবং ২৮ বছর। ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ২৯,২০০ টাকা এবং ২২,৮৬০ টাকা প্রতি মাসে।
ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়া এমএস অফিস এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সম্পর্কিত জ্ঞান, ইংরেজি ভাষায় লেখালিখির পারদর্শিতা, কোনও নামী প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল সায়েন্স সম্পর্কিত বিষয়ে গবেষণার অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্য পদটির জন্যেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। তবে উভয় পদের জন্যই সমগোত্রীয় গবেষণা প্রকল্পে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে এবং বাংলা ভাষায় সাবলীল হলে পদগুলিতে নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যথাসময়ে ঘোষণা করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।