ভোটফোড়ন

পেনাল্টি বক্সে ঢুকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া কি ‘সেমসাইড’ গোলই দিয়ে বসলেন? নারদ-কাণ্ড নিয়ে প্রশ্নে বৃহস্পতিবার ভাইচুং বলে দিলেন, ওই ভিডিও জাল কি না, তিনি জানেন না।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০২:১৯
Share:

ভাইচুংয়ের সেমসাইড

Advertisement

পেনাল্টি বক্সে ঢুকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া কি ‘সেমসাইড’ গোলই দিয়ে বসলেন? নারদ-কাণ্ড নিয়ে প্রশ্নে বৃহস্পতিবার ভাইচুং বলে দিলেন, ওই ভিডিও জাল কি না, তিনি জানেন না। তবে একই সঙ্গে বলেন, ‘‘সব দলই এ ভাবে দলের তহবিলের জন্য টাকা নিয়ে থাকে। দু’বছরের পুরনো ভিডিও দেখিয়ে তৃণমূলকে হারানো যাবে না।’’ তাঁর প্রতিদ্বন্দ্বী শিলিগুড়ির বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের সরস প্রতিক্রিয়া, ‘‘ভাইচুং সত্যি কথাই বলেছে। সবাই সব বুঝতে পারছেন। আমাদের আর আলাদা করে কিছু বলতে হবে না।’’ তৃণমূলের এক নেতার আক্ষেপ, এত বড় খেলোয়াড় কেন এমন সেমসাইড করে বসলেন, কে জানে!

Advertisement

আসরে গঙ্গোত্রীও

শিলিগুড়ির প্রাক্তন মেয়র কংগ্রেসের গঙ্গোত্রী দত্ত তাঁর আমলে কয়েক মাস তৃণমূলের সঙ্গে ঘর করেছিলেন। পুরভোটে সময় থেকে তাঁকে অবশ্য রাজনীতির চত্বরে বিশেষ দেখা যায়নি। সিপিএম ও কংগ্রেস এ বার একসঙ্গে বিধানসভা ভোটে লড়তে নামায় তাঁরও ফের দেখা মিলল। বৃহস্পতিবার বাম ও কংগ্রেসের যৌথ প্রচারের কর্মসূচি ঘোষণার সময় গঙ্গোত্রীদেবীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘‘তৃণমূল প্রতি পদে আমাকে অপমান, হেনস্থা করেছে। প্রচারে গিয়ে মানুষকে এ সব মনে করিয়ে দিতে হবে।’’

হাত চেনাতে

তিনি ‘হাত’-এ আছেন, আবার ‘কাস্তে-হাতুড়ি’তেও আছেন। সবংয়ের বাম সমর্থকদের যাতে এ নিয়ে সংশয় না থাকে, তা বোঝাতে উঠেপড়ে লেগেছেন এলাকার বাম-কংগ্রেস জোট প্রার্থী মানস ভুঁইয়া। বৃহস্পতিবার এক পথসভায় মানসবাবু বলেন, ‘‘কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে যাঁরা এত দিন ভোট দিয়েছেন, তাঁরা এ বার ওই প্রতীক দেখতে না পেয়ে ভুল করতে পারেন। তাই বামপন্থী বন্ধুদের বলছি, হাত চিহ্নটা ভাল ভাবে চিনিয়ে দিন।’’ তাঁর ডাকে সাড়া দিয়ে বাম নেতা অমলেশ বসু বলছেন, ‘‘কেন এই জোট, তা বুঝিয়েই সবংয়ের মানুষকে হাত চিহ্নে ভোট দিতে বলছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement