—নিজস্ব চিত্র
ভোটগণনার গোড়া থেকেই চূড়ান্ত অব্যবস্থা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায়। অভিযোগ, রবিবার সকাল থেকেই জেলার ৬টি গণনাকেন্দ্রের কোনও তথ্যই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে পৌঁছয়নি। ফলে নন্দীগ্রাম-সহ জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার তথ্য হাতে পেতে রীতিমতো কালঘাম ছোটে তাঁদের। শেষমেশ দুপুরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। জেলাশাসকের দাবি, সার্ভার সমস্যার ফলে এই বিভ্রাট ঘটেছে।
জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নীলবাড়ির লড়াইয়ের ‘হাইভোল্টেজ’ কেন্দ্র নন্দীগ্রামও রয়েছে। ওই আসনে যুযুধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে কে এগিয়ে, কে-ই বা পিছিয়ে— জানতে রবিবার সকাল থেকেই মুখিয়ে ছিল আম জনতা। তবে সকাল থেকেই জেলায় সার্ভার বিভ্রাট ঘটে। ফলে গণনার একের পর এক রাউন্ড পেরিয়ে গেলেও তার কোনও তথ্যই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হাতে পাননি বলে অভিযোগ। এমনকি, জেলাশাসক এবং জেলা তথ্য আধিকারিক পরিচালিত সংবাদমাধ্যমের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কোনও তথ্যের জোগান দেওয়া হয়নি বলেও দাবি করেন সাংবাদিকেরা। এ নিয়ে তাঁদের একাংশের ক্ষোভের মুখে পড়েন জেলাশাসক। যদিও জেলাশাসকের দাবি, ‘‘সকাল থেকেই এনকোর সার্ভারে গণনার তথ্য আপডেট করা হচ্ছিল। তবে সার্ভার বসে যাওয়ায় সেই তথ্য তোলা যায়নি।’’
পরে সাংবাদিকদের ক্ষোভের মুখে পড়ে জেলা তথ্য আধিকারিক গিরিধারী সাহাকে জেলাশাসক নির্দেশ দেন যাতে সাংবাদিকদের গণনার তথ্য দেওয়া হয়। অবশেষে দুপুর ২টো ১০ নাগাদ নন্দীগ্রাম-সহ ৬টি গণনাকেন্দ্রের তথ্য পেতে শুরু করেন সাংবাদিকেরা।