রানিনগরে আহত নির্দল প্রার্থীর এজেন্ট। নিজস্ব চিত্র।
সপ্তম দফার নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার রানিনগর বিধানসভা। সোমবার ওই বিধানসভা কেন্দ্রের ২১৬ নম্বর বুথের কোমনগর হাই মাদ্রাসার বুথেত মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এক নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করেন বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।
রানিনগরের কালীনগর গ্রামে স্থানীয় দুই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও বিরোধীদের দাবি, সকাল থেকেই ওই দুই নেতা বুথের কিছুটা দূরে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন এবং প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছিলেন।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাত থেকেই রানিনগরের বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়। সোমবার সকালে রানিনগরের সেনপাড়া এলাকায় বিজেপি প্রার্থী মাসুহারা খাতুনের গাড়িতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। যদিও রানিনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে, সোমবার সকালে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ২৩৮ নম্বর বুথের সামনে কংগ্রেস প্রার্থী শেখ নিজামউদ্দিনের উপর তৃণমূল কর্মীরা হামলা চালান বলেও অভিযোগ। তৃণমূলের অভিযোগ, নিজামউদ্দিন টাকা বিলি করতে গেলে ভোটারদের একাংশ বাধা দেন। সেই ঘটনার জেরেই অশান্তি। যদিও কংগ্রেস প্রার্থী সেই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি টাকা বিলি করিনি। ভোটারদের অনেকের মুখে মাস্ক নেই দেখে মাস্ক বিতরণ করছিলাম। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে ঘিরে ধরে কটূক্তি করেছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা।’’