election campaign

Bengal Poll 2021: মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু দুই ডুয়ার্সের তৃণমূল প্রার্থীর

অন্যদিকে, সোমবাহর রাত ৮টা নাগাদ মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী টাইগার গয়েরকাটার ঐতিহ্যবাহী ভুবনেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ২৩:৩৭
Share:

পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচারে নেমে পড়লেন মনোজ রায় —নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনে জিততে ভোটদাতাদের পাশাপাশি ভগবানের উপরেও ভরসা রাখছেন শাসক দলের প্রার্থীরা। তাই মন্দিরে পুজো দিয়েই শুরু করলেন ভোটের প্রচার।

Advertisement

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ রায় এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজেশ লাকড়া ওরফে টাইগার সোমবার মন্দিরে পুজোদিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন।

ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ সোমবার দুপুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে সপরিবারে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচারে নেমে পড়েন। তৃণমূলের দাবি, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে নির্বাচনী প্রচার শরু করবেন। পূজো দেওয়ার পর মনোজ বলেন, ‘‘জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে ভগবানের কাছে আশীর্বাদ নিলাম। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ময়নাগুড়িতে তৃণমূলের প্রচার শুরু হল।’’

Advertisement

অন্যদিকে, সোমবাহর রাত ৮টা নাগাদ মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী টাইগার গয়েরকাটার ঐতিহ্যবাহী ভুবনেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে আসেন। উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যেদের পাশাপাশি স্থানীয় নেতারা। পুজো দেওয়ার পর দেওয়াল লিখনের মধ্য দিয়ে এদিন গয়েরকাটায় এলাকায় আনুষ্ঠানিক ভাবে তাঁর নির্বাচনী প্রচারের জন্য নেমে পড়েন। এ ছাড়াও এদিন সন্ধ্যায় বিন্নাগুড়িতে ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা তাঁকে সংবর্ধনা জানান। বিন্নাগুড়ি অঞ্চল তৃনমুল কংগ্রেস আহ্বায়ক বিজয় প্রসাদ এবং‌ শোলে মুন্ডা তাঁকে সংবর্ধনা জানান। মন্দিরে পুজো দেওয়ার পর প্রার্থী টাইগার বলেন, ‘‘আশীর্বাদ নিতে এসেছি যাতে তৃণমূলের সমস্ত কর্মীরা একসাথে একসঙ্গে একজোট হয়ে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আসনটি উপহার দিতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement