West Bengal Assembly Election 2021

WB election 2021: ‘রামের ব্যানার’ ঘিরে কোন্নগরে তৃণমূল-বিজেপি তরজা

ব্যানারে আহ্বান জানানো হয়েছে, ‘বিজেপি হঠাও দেশ বাঁচাও’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ২১:২১
Share:

কোন্নগরে ‘শ্রী রামের ব্যানার’। নিজস্ব চিত্র।

ব্যানার ঝোলানো হয়েছে ভগবান রামের নামে। তাতে আহ্বান জানানো হয়েছে, ‘বিজেপি হঠাও দেশ বাঁচাও’!

Advertisement

হুগলির কোন্নগরের বিভিন্ন এলাকায় সোমবার সকালে দেখা গিয়েছে ‘আমি শ্রী রামচন্দ্র বলছি’ লেখা ব্যানার। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। শ্রী রাম সরাসরি সেখানে অভিযোগ করেছেন, ‘বিজেপি আমাকে বিক্রি করে রাজনীতি করে’। ‘বিজেপি দেশে ধর্মের নামে আগুন লাগাচ্ছে, জ্বালানি গ্যাস ও তেলের দাম এত বাড়িয়েছে যে ভক্তরা না খেতে পেয়ে মরছে’। ‘হঠাৎ নোটবন্দি দেশকে শেষ করে দিয়েছে। ভক্তদের হাতে পয়সা নেই’। ‘পরিযায়ী ভক্তেরা না খেতে পেয়ে মারা গিয়েছে’।

কোন্নগরের ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডের চটকল এলাকায় এই ব্যানারগুলি ঝোলানো হয়েছিল। প্রচারক হিসেবে ব্যানারের তলায় লেখা, ‘শুভবুদ্ধি সম্পন্ন রামভক্তরা’। এই ব্যানার ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি-র অভিযোগ এই কাজ তৃণমূলের। যদিও স্থানীয় তৃণমূল নেতা তন্ময় দেব ঘটনার পিছনে তৃণমূলের ভূমিকা অস্বীকার করেছেন। তবে সেই সঙ্গেই তিনি বলেন, ‘‘এটা যারা করেছে খুব একটা খারাপ বলেনি।’’ পাশাপাশি, বিজেপি-র অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘ওরা অভিযোগ করবেই, অভিযোগ ছাড়া ওদের কোনো অ্যাজেন্ডা নেই। শুধু ধর্ম ছাড়া ওদের ভোটের কোনও অ্যাজেন্ডা নেই। নোট বন্দি থেকে লকডাউন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষকে মেরেছে ওরা। বিজেপি রাজনীতি করছে, রাজনীতির স্বার্থে। মানুষের স্বার্থে নয়।’’

Advertisement

অন্যদিকে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘‘বিভিন্ন জায়গায় দেখলাম এমন কিছু ব্যানার লাগানো হয়েছে। আর নীচে লিখে দেওয়া হয়েছে ‘রামভক্ত’। আমার মনে হয় এটা তৃণমূল করেছে। যাদের নেত্রী রামের নাম শুনলে বলেন, ‘গালাগালি দেওয়া হচ্ছে’, তারা আজকে রামের নাম নিচ্ছে। আসলে রামচন্দ্র ওই ভাবে বিজেপি হঠাও বলেননি। রামচন্দ্র বলতে চেয়েছেন রাক্ষসকুল হটাও দেশ বাঁচাও বলেছেন। পশ্চিমবঙ্গে যে রাক্ষসকুল আজকে শাসন করছে, তাদের হটিয়ে বাংলাকে বাঁচাতে বলছেন।ওনার মুখ থেকে বিজেপি হঠাও বেরোবে না। কারণ, বিজেপি রামভক্ত। বিজেপি-র হৃদয়ে রাম আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement