প্রতীকী ছবি।
উত্তরবঙ্গকে ছেড়ে রেখেই প্রথম দফায় ২৬টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সংগঠন সূত্রে জানা গিয়েছে, দশটিরও বেশি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বেশকিছু আসন নিয়ে দলের অন্দরে আলোচনাও চলছে। উত্তরবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু প্রধান জেলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী দেওয়া নিয়ে এখনও চর্চা অব্যাহত কংগ্রেস শিবিরে।
আগামীকাল রবিবার মালদহে আসার কথা থাকলেও আসছেন না আব্বাস উদ্দিন সিদ্দিকি বলে জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বেরই একাংশ। তাঁদের দাবি, এখনই জেলায় আসছেন না আব্বাস উদ্দিন সিদ্দিকি। তবে রবিবার কালিয়াচকে নজরুল মঞ্চে সংগঠনের অন্যান্য নেতৃত্বের উপস্থিতি সভা হবে। এমনকি, কালিয়াচকের চৌরঙ্গি মোড় থেকে বাইক মিছিলও হতে পারে বলে জানান সংগঠনেরই সদস্যেরা।
উত্তরবঙ্গে কংগ্রেসকে আসন ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। বাম-কংগ্রেসের মধ্যে আসন নিয়ে সমঝোতা হলেও অস্বস্তির কারণ হয়ে উঠেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। জানা গিয়েছে, মালদহের সংখ্যালঘু প্রধান দু’টি আসন সুজাপুর এবং মোথাবাড়ি কেন্দ্রের দাবিদার ছিল আইএসএফ। নিজেদের আসন ছাড়তে নারাজ কংগ্রেস।
এদিন রাজ্যের ২৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আব্বাস উদ্দিন সিদ্দিকির দল। মালদহ, উত্তর দিনাজপুরের মতো উত্তরবঙ্গের কোনও আসনেই প্রার্থী দেয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সংগঠন সূত্রে খবর, মালদহ সংলগ্ন মুর্শিদাবাদের সমশেরগঞ্জে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা চলছে। আর মালদহে শেষ দফায় নির্বাচন রয়েছে। এখানে প্রার্থী নিয়ে ভাববার সময়ও রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। তাঁদের দাবি, প্রথম দফার আসনগুলি নিয়েই চিন্তা চলছে।
কংগ্রেস নেতা তথা বিদায়ী বিধায়ক ইশা খান চৌধুরী বলেন, ‘‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মালদহে প্রার্থী দিচ্ছে না বলে শুনেছি। আমরা একসঙ্গে জোটবদ্ধ ভাবে তৃণমূল, বিজেপির সঙ্গে লড়াই করব।’’ সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘জোটের দলগুলির জন্য জায়গা ফাঁকা রেখেই বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করেছে।’’