West Bengal Assembly Election 2021

Bengal Polls: তৃতীয় দফায় ৬টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৭.৬৮ শতাংশ, হুগলি জেলায় ভোটের হার সর্বোচ্চ

প্রথম দুই দফায় ভোটারদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। প্রথম দফায় ৮৫ শতাংশের কাছাকাছি ভোট পড়ে, দ্বিতীয় দফায় পড়ে ৮৬ শতাংশের উপর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১১:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

তৃতীয় দফার নির্বাচনে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৭.৬৮ শতাংশ। প্রথম দুই দফায় ভোটারদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। প্রথম দফায় ৮৫ শতাংশের কাছাকাছি ভোট পড়ে, দ্বিতীয় দফায় পড়ে ৮৬ শতাংশের উপর। তৃতীয় দফাতেও সেই ধারা বজায় থাকবে বলে মনে করছিলেন ভোট বিশেষজ্ঞরা। সকালের হার অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে।

Advertisement

সন্ধে ৬টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে মোট ৭৭.৬৮ শতাংশ। এর মধ্যে হুগলিতে একই সময়ের মধ্যে ভোট পড়েছে ৭৯.২৯ শতাংশ। হাওড়াতে ভোট পড়েছে ৭৭.৯২ শতাংশ ও দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৪ শতাংশ। তৃতীয় দফায় তিন জেলার ৩১ আসনে নির্বাচন হচ্ছে মঙ্গলবার। এর মধ্যে বেশ কয়েকটি আকর্ষণীয় কেন্দ্র রয়েছে।

হুগলিতে সন্ধে ৬টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে গোঘাটে। ৮৪.৭১ শতাংশ। আরামবাগে ভোট পড়েছে ৭৯ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.১৭ শতাংশ। তবে সর্বোচ্চ ভোট পড়েছে বাসন্তীতে। ৮০.২৬ শতাংশ। হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণে ৮১ শতাংশ ভোট পড়েছে সন্ধে ৬টা পর্যন্ত। উল্লেখযোগ্য ভোটদানের হার রয়েছে হুগলির পুরশুড়া কেন্দ্রেও। সেখানে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৮২ শতাংশ। ৬টা পর্যন্ত হরিপাল কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.৩৮ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement