প্রতীকী চিত্র
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে গোটা দেশের নজর রয়েছে নন্দীগ্রামের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সেই লড়াইয়ের আগের দিন রাতেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ।
সূত্রের খবর, নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে সৌরভ আচার্য নামের এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি হয়। সৌরভের অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে একের পর এক বোমা ছোড়া হয়। বোমার আঘাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমাবাজির পরে বাড়ির ভিতরে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ। দুষ্কৃতীদের আটকাতে গেলে তাঁকে ও পরিবারের বাকিদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ সৌরভের।
এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, নন্দীগ্রামে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ ভাবে হামলা চালাচ্ছে। মানুষ মমতাকে হারিয়েই তার জবাব দেবে।
অন্য দিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এ সব বিজেপির চক্রান্ত। নিজেরা হেরে যাবে জেনে এই মিথ্যা হামলার নাটক করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়।