West Bengal Assembly Election 2021

Bengal Polls: রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি, ষষ্ঠ দফায় সাড়ে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৯.০৮ শতাংশ

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনও বড়সড় অশান্তির খবর সামনে আসেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১০:৩৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ষষ্ঠ দফায় রাজ্যের ৪ জেলায় চলছে ভোটগ্রহণ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনও বড়সড় অশান্তির খবর সামনে আসেনি। এখনও পর্যন্ত যে সমস্ত খবরগুলি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল কেতুগ্রামে একটি বুথের কাছে বোমাবাজির ঘটনা। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এ ছাড়া গলসির সুজাপুর গ্রামে সকাল থেকেই দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সুজাপুর গ্রামবাসীদের একাংশ নিরাপত্তার অভাবে ভোট বয়কট করে বিক্ষোভও দেখিয়েছেন। বোমাবাজির অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

ভোট চলছে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান- এই ৪ জেলার মোট ৪৩ আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৭৯.০৮ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৭৭.৯০ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৭৬.১৯ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৮২.১৩ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement