Mamata Banerjee

Mamata Banerjee Rally: অন্য সময় বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, ভোটের সময় ক্যাশ বেলুন, গড়বেতায় বললেন মমতা

নীলবাড়ির লড়াইয়ে জঙ্গলমহল বিশেষ গুরুত্ব পাচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে পর পর তিন সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

, নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১২:৪৬
Share:

গড়বেতার সভায় মমতা। —নিজস্ব চিত্র।

জঙ্গলমহলে বিজেপি-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, দুর্যোগের সময় বিজেপি নেতাদের দেখা মেলে না। কিন্তু ভোটের সময় টাকার বাক্স নিয়ে হাজির হন তাঁরা। বিজেপি নেতাদের ‘লুটেরা’ বলেও কটাক্ষ করেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের তিন জায়গায় সভা রয়েছে মমতার। প্রথমে গড়বেতায় সভা করতে যান তিনি। সেখান থেকেই গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেন। মমতা বলেন, ‘‘বিজেপি একটা সর্বনাশা দল। বাইরে থেকে ট্রেন-বাস ভাড়া করে এনে ভয় দেখাচ্ছে। ভয় দেখাতে এলে রুখে দাঁড়ান আপনারা।’’

সিপিএমের লোকজনই এখন গিয়ে বিজেপি-তে ভিড়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, ‘‘সিপিএমের হার্মাদগুলো বিজেপি-তে গিয়েছে। জঞ্জালের পার্টি বিজেপি। সুশান্ত ঘোষকে সবাই চেনে, সবাই জানে। জোচ্চুরির কারখানা জব্দ করতে হলে তৃণমূলকে ভোট দেবেন।’’

Advertisement

সরাসরি আপডেট—

• ১৩.০৭: বিজেপি একটা সর্বনাশা রাজনৈতিক দল।
• ১৩.০৫: বাইরে থেকে বাস-ট্রেনে করে লোক এনে যদি ভয় দেখায় বিজেপি, রুখে দাঁড়াবেন। নন্দীগ্রামে কৃষি আন্দোলনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলা করছে। ওঁদের বিরুদ্ধে যদি মামলা হয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন মামলা হবে না?
• ১৩.০৪: ভারতের অনেক রাজ্যে জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) কাজ শুরু করেছে। বাংলায় তা করতে দিইনি আমরা। আমি যখন লড়াই করি, বাঘের বাচ্চার মতো লড়াই করি।
• ১৩.০২: ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে। হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছেন। বিমানের পর বিমান ভোট লুটের চেষ্টা করছেন। এলেই হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন।
• ১৩.০১: মাটির সৃষ্টি প্রকল্পে ২৫০০০ একর অনুর্বর জমিকে উর্বর করার লক্ষ্যমাত্রা। আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই।
• ১৩.০০: যারা বলে বাংলায় কিছু হয়নি, বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমেছে। আমরা ধ্বংসের বদলে ধ্বংস চাই না।
• ১২.৫৯:সিপিএমের হার্মাদগুলো বিজেপি-তে গিয়েছে। জঞ্জালের পার্টি বিজেপি। জোচ্চুরির কারখানা জব্দ করতে হলে তৃণমূলকে ভোট দেবেন। সুশান্ত ঘোষকে সবাই চেনে, সবাই জানে।
• ১২.৫৬:দ্বাদশ শ্রেণিতে উঠলে ১০ হাজার টাকা অথবা ট্যাব দেওয়া হবে। ৫ লক্ষ কর্মসংস্থান করব আমরা। ক্ষমতায় এলে কৃষকবন্ধু প্রকল্পে বছরে ১০ হাজার টাকা করে মিলবে।
• ১২.৫৫: লুটেরা বাহিনী ভোট চাইতে এলে হাতা-খুন্তি নিয়ে দৌড়ে যাবেন মা-বোনেরা।

• ১২.৫৪: বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, কেবল ভোটের সময় ক্যাশ বেলুন।
• ১২.৫৩: আমপানের সময় কোথায় ছিল বিজেপি, কোথায় ছিলেন নরেন্দ্র মোদী, ভোটের সময় টাকা নিয়ে বেরিয়ে পড়েন।
• ১২.৫১: ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে, তাদের ঢুকতে দেওয়া যাবে না।
• ১২. ৫০: আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেব দরিদ্র মানুষকে।
• ১২.৫০: সব বিধবারা পেনশন পাবেন।
• ১২.৪৯: আমাদের সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন আপনারা। ভোট মিটে যাওয়ার পর বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব। আমরা দুয়ারে সরকার। দুয়ারে রেশন পৌঁছে দেব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement