বাবা অর্জুন সিংহের সৌজন্যে ছোট থেকেই রাজনীতির সঙ্গে পরিচয় তাঁর। মহারাষ্ট্রের পুণে বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে বাণিজ্যে স্নাতক হন তিনি।
পড়াশোনা শেষ করে তিনি ব্যবসা শুরু করেন। পাশাপাশি রাজনীতিতেও হাত পাকান। ২০২১ বিধানসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি।
৩৩ বছরের বিজেপির এই তরুণ তুর্কী বিলাসবহুল জীবন ছেড়ে দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির যে পরিমাণ তুলে ধরেছেন তা দেখে অনেকেই চমকে যেতে পারেন।
পবনের হাতে নগদ রয়েছে ৭১ হাজার ৮৮১ টাকা। ইউকো, অ্যাক্সিস, এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক মিলিয়ে মোট ৯টি অ্যাকাউন্টে টাকা জমিয়ে রেখেছেন তিনি।
সবক’টি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর সঞ্চিত অর্থ ১৩ লাখ ১১ হাজার ৮৪০ টাকা রয়েছে।
দু’টি আলাদা সংস্থার একটিতে সাড়ে ৬২ লাখ এবং অন্যটিতে ২ কোটি ২০ লাখ ১৯ হাজার ৯৬৭ টাকা বিনিয়োগ করেছেন তিনি।
এ ছাড়া করুণা সিংহ নামে এক ব্যক্তিকে ৩০ লাখ টাকা এবং অন্য আর একটি সংস্থায় ৫৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকা ধার দিয়েছেন তিনি।
কোনও গাড়ির কথা উল্লেখ নেই হলফনামায়। সোনা বা অন্য কোনও মূল্যবান জিনিসও তাঁর নেই বলেই জানিয়েছেন কমিশনকে।
তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮০ লাখ ১৬ হাজার ১২৫ টাকা।
উত্তর ২৪ পরগনার জগদ্দলে একাধিক ফ্ল্যাট রয়েছে বলে জানিয়েছেন পবন। সব মিলিয়ে যার বাজার মূল্য ৭৫ লাখ ৫৮ হাজার ১৯৪ টাকা। তাঁর স্থাবর সম্পত্তি বলতে এটিই।
ব্যাঙ্কের কাছে তাঁর কোনও ধার নেই। তবে এক ব্যক্তির থেকে ৬০ হাজার টাকা ধার রয়েছে এবং ৩ লাখ টাকা আয়কর জমা দেওয়া বাকি রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।