TMC

West Bengal Election 2021: নজর রাখছে পিকে-র দল

নেতারা মুখে যা বলছেন আর কাজে যা করছেন, তার মধ্যে মিল রয়েছে তো— এই প্রশ্নও ভাবাচ্ছে।

Advertisement

অনির্বাণ রায়

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ০৬:১৮
Share:

প্রতীকী ছবি।

প্রতি বুথের খুঁটিনাটি তথ্য জানতে চান তৃণমূল নেতৃত্ব। বুথের কোন এলাকায় কোন বিষয় নিয়ে বেশি চর্চা চলছে, কোন ঘটনায় আলোড়ন পড়েছে, কোন সমস্যায় অনেক মানুষ ভুক্তভোগী— এমন সব তথ্য জোগাড় করতে মাঠে নেমেছে তৃণমূলের নতুন বাহিনী। সরাসরি অবশ্য তৃণমূলের বাহিনী নয়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল। সেই দলে যেমন সম্পূ্র্ণ অরাজনৈতিক ক্ষেত্র থেকে আসা তরুণ পেশাদারেরা রয়েছেন, তেমনিই দীর্ঘদিন ধরে রাজনীতি করা তৃণমূল কর্মীরাও আছেন। ভোট প্রচার শুরু হতেই এই বাহিনীও তথ্য সংগ্রহে নেমে পড়েছে। এলাকায় কোনও মেলা, অনুষ্ঠান-সহ যে কোনও ছোট-বড় জমায়েতে এই দলের সদস্যরা থাকবেন এবং প্রতিনিয়ত খবর পাঠাবেন। দলের সদস্যদের সকলকে জানানো হয়েছে, যে কোনও তথ্য বা খবর সরাসরি কলকাতায় পাঠাতে হবে। তবে সূত্রের খবর, জেলাতেও তথ্য সংগ্রহের জন্য ডেস্ক খোলা হতে পারে।

Advertisement

জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভায় ইতিমধ্যে এই দল নেমে পড়েছে। প্রতি দলে পঞ্চাশ থেকে পঁচাত্তর জন্য সদস্য রয়েছেন বলে খবর। তথ্য সংগ্রহের দলকে মাঠে নামিয়ে দু’দিক থেকে লাভের আশা করছেন তৃণমূল নেতৃত্ব। প্রথমত, বাসিন্দারা কী চাইছেন বা তাঁদের মতামত কী, তার একটি ধারণা পাওয়া যাবে। দ্বিতীয়ত, এলাকায় প্রচার কেমন চলছে, সব নেতা অংশগ্রহণ করেছেন কিনা, তার প্রতিদিনের তথ্যও পাওয়া যাবে। জেলা তৃণমূলের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী সরাসরি এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, “আমরা একাধিক পরিকল্পনা করে প্রচার চালাচ্ছি। বুথের সঙ্গে জেলার সমন্বয় করেই প্রচার হবে। মানুষ কী চাইছেন, সে কথা আমাদের দলের নেতা-কর্মীরা জানেন।”

জেলা তৃণমূলে একাধিক গোষ্ঠীর মধ্যে নানা দ্বন্দ্ব রয়েছে। প্রার্থী নিয়েও প্রায় সব বিধানসভাতেই ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। এর মধ্যে রাজগঞ্জ, ধূপগুড়ি, নাগরাকাটা, ময়নাগুড়ির মতো বিধানসভায় দ্বন্দ্ব দলের নেতৃত্বকে খুবই আশঙ্কায় রেখেছে বলেই খবর। প্রতি বিধানসভার বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেছেন নেতৃত্ব। তাতে সুফলও মিলেছে বলে খবর। তার পরেও নেতারা সত্যি মুখে যা বলছেন আর কাজে যা করছেন, তার মধ্যে মিল রয়েছে তো— এই প্রশ্নও ভাবাচ্ছে নেতৃত্বের একাংশকে। তাই সরাসরি বুথ থেকে তথ্য সংগ্রহের ব্যবস্থা করেছে তৃণমূল। তথ্য সংগ্রহের এই দলই প্রতি বিধানসভা কেন্দ্রে দলের সব ধরনের প্রচারে উপস্থিত থাকবে এবং সেখানকার ‘লাইভ’ ছবি নেতৃত্বকে পাঠাবে। দলে থাকা এক সদস্যের কথায়, “কোথাও কোনও সমস্যা হলে বা প্রচারে কোন বিষয় তুলে ধরলে ভাল, সে সব তথ্য বিশ্লেষণ করে রোজ জেলা নেতৃত্বকে তথ্যও দেওয়া হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement