নিজস্ব চিত্র।
অষ্টম দফার ভোটের আগের দিন মুর্শিদাবাদের কান্দিতে ভোটযন্ত্র নিতে এসে ভিড় করলেন ভোটকর্মীরা। শিকেয় উঠল সামাজিক দূরত্ব বিধি।
ঘটনাটি ঘটেছে কান্দি রাজ উচ্চ বিদ্যালয় ও কান্দি রাজ কলেজে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা কেন্দ্রে অষ্টম দফার নির্বাচন। তার আগে ভোট প্রস্তুতি তুঙ্গে। বুধবার জেলার বিভিন্ন ডিআরডিসি কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাট নিতে এসেছেন ভোটকর্মীরা। কিন্তু কোভিড সংক্রমণের মধ্যেই গাদাগাদি করে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে ভোটের যন্ত্রাংশ নেওয়ার কাজ।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যেই। তাঁদের বক্তব্য, এত কর্মীকে নির্দিষ্ট নিয়ম মেনে ভোট যন্ত্র দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়নি। তাই এ ভাবে ভিড় হয়েছে। তবুও তার মধ্যেই তাঁরা যতটা পেরেছেন কোভিড বিধি মেনে চলেছেন বলেই দাবি করেছেন।