নীলবাড়ির লড়াইয়ে প্রথম দুই দফায় যে সব আসনে ভোটগ্রহণ তার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তবে ৬০টি আসনের মধ্যে শনিবার ৫৬ আসনের প্রার্থীর নাম জানানো হয়েছে। বাকি রাখা হয়েছে ৩ কেন্দ্রের ঘোষণা। একই সঙ্গে জানুন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে কোথায় বিজেপি এগিয়ে, কোথায় পিছিয়ে।
দ্বিতীয় দফায় ১ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে ভোটগ্রহণ। সবকটির প্রার্থীর নামই শনিবার ঘোষণা করেছে বিজেপি।
পূর্ব মেদিনীপুরে প্রথম দফায় ভোটগ্রহণ ৭টি আসনে।
পূর্ব মেদিনীপুর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৯টি আসনে। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী।
ঝাড়গ্রামে মোট আসন ৪টি। সবক’টিতেই গত লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে আছে বিজেপি।
পশ্চিম মেদিনীপুরে প্রথম দফায় ৬টি আসনে ভোটগ্রহণ। মেদিনীপুরে প্রার্থী জেলা সভাপতি সমিত দাস।
পশ্চিম মেদিনীপুরে দফায় ভোটগ্রহণ ১০টি আসনে। খড়্গপুর সদরের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
পুরুলিয়া বাঘমুণ্ডির আসনটি শরিক আজসুকে ছেড়েছে বিজেপি। কাশিপুরের প্রার্থীর নাম ঘোষণা হয়নি।
বাঁকুড়ায় প্রথম দফায় ভোটগ্রহণ ৪টি আসনে। বড়জোড়া প্রার্থীর নাম ঘোষণা হয়নি।
বাঁকু়ড়ায় দ্বিতীয় দফায় ৮টি আসনে ভোটগ্রহণ। গত লোকসভা নির্বাচনের নিরিখে জেলায় সুবিধাজনক জায়গায় বিজেপি।