BJP

Bengal polls 2021: রবীন্দ্রনাথকে সরানোর দাবি, সিঙ্গুরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর দলীয় কর্মীদের

 রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি সিঙ্গুরের টিকিট দেওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।মাস্টার মশাই কে বদলের দাবিতে  বিক্ষোভ শুরু করে  বিজেপির একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ০২:০২
Share:

ভাঙচুর করা হয় সঞ্জয় পান্ডের বাড়িতে নিজস্ব চিত্র

প্রার্থী বদল করতে হবে। সেই দাবি নিয়ে এ বার সিঙ্গুরে বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের বাড়িতে ভাঙচুর চালানো হল। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি-রই কর্মীদের বিরুদ্ধে।

Advertisement

রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি সিঙ্গুরের প্রার্থী করায় দলের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাঁকে বদলের দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপির একাংশ। চুঁচুড়ায় জেলা অফিসে গিয়েও বিক্ষোভ দেখায় তারা। রবীন্দ্রনাথের ছেলে তুষারকে ফোন করে তাঁর বাবাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতেও বলেন সিঙ্গুর বিজেপি-র বিক্ষুব্ধ নেতারা। তাঁদের সাফ কথা ছিল রবীন্দ্রনাথকে কোনও ভাবেই প্রার্থী হিসেবে তাঁরা মেনে নেবেন না। রবীন্দ্রনাথও জানিয়ে দেন, বিজেপি-র কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব যেটা বলবেন তিনি তাই করবেন।

কিন্তু কোনও ভাবেই তাঁকে সরানো যাচ্ছে না দেখে বৃহস্পতিবার বিজেপি কর্মীরা সিদ্ধান্ত নেন, অনশন শুরু করবেন। সেই মতো বুড়ো শান্তির মাঠে তারা অনশন শুরু করেন। হুগলি জেলা বিজেপি-র সহ-সভাপতি সঞ্জয় পাণ্ডে প্রথম থেকেই রবীন্দ্রনাথের প্রার্থী হওয়ার বিরোধী ছিলেন। তবে অনশন মঞ্চে তাঁকে দেখা যায়নি।

Advertisement

শুক্রবার রাতে সিঙ্গুর স্টেশন সংলগ্ন এলাকায় সঞ্জয়ের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। সেখানে সিঙ্গুর মণ্ডলের সভাপতিও হাজির ছিলেন বলে অভিযোগ। সঞ্জয়ের স্ত্রী মঞ্জু পাণ্ডে বলেন, ‘‘সঞ্জয় নিজেই প্রার্থী হতে চেয়েছিল। তাই রবীন্দ্রনাথবাবুর বিরোধিতা করেছিল। আজকে হঠাৎ ১০-১৫ জন এসে বাড়িতে চড়াও হয়। ভাঙচুর শুরু করে। জানালার কাচ, ঘরের আসবাব ভাঙে। ঘরের বাইরে একটা স্কুটি ছিল, সেটাও ভেঙে দেয়। বলছে, আমার স্বামী নাকি রবীন্দ্রনাথবাবুর হয়ে প্রচার করছে।’’

বিজেপি-র মণ্ডল সভাপতি গৌতম মোদক ভাঙচুরের এই অভিযোগ যদিও অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘আমাদের দুর্গা বাহিনী সঞ্জয়দার বাড়িতে গিয়েছিল তাকে বোঝাতে। কেন ও রবীন্দ্রনাথবাবুর হয়ে প্রচার করছে। আমাদের আন্দোলনে কেন থাকছে না।’’

হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘সিঙ্গুরে যে ঘটনা ঘটছে তা বাইরের কিছু লোকের মদতে। আমাদের দলের কিছু কর্মী ভুল পদক্ষেপ করছে। প্রার্থী বদলের ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই। বিজেপি-র প্রার্থী ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। আশা করি দু’এক দিনের মধ্যে সব ঝামেলা মিটে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement