নিজস্ব চিত্র।
ভোট পরবর্তী হিংসা ছড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার ধূপগুড়ি ব্লকে। বিজেপি সমর্থক ও বিএসএফ কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মোটরবাইক ও ট্র্যাক্টরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া বাড়ি ভাঙচুর ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
বিজেপি-র অভিযোগ, সোমবার সকাল থেকেই তৃণমূল দুষ্কৃতীরা ধূপগুড়ি ব্লকের সেন পাড়া এলাকায় তাণ্ডব শুরু করে। বিজেপি কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুর এবং চালের বস্তা-সহ একাধিক সামগ্রী লুঠ করা হয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী।
এই ঘটনার পরেই প্রতিবাদ শুরু করে বিজেপি। ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকায় বিক্ষোভ দেখায় তারা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।