ketugram

Bengal Polls: নির্বাচনের আগে বোমা বিস্ফোরণ কেতুগ্রামে, গুরুতর জখম তৃণমূল নেতা

মঙ্গলবার সন্ধ্যায় কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিশপুরের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ০০:০৬
Share:

পড়ে রয়েছে বোমা নিজস্ব চিত্র

রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন আগামী বৃহস্পতিবার। তার একদিন আগে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বোমা বিস্ফোরণ। ওই বিস্ফোরণে জখম হয়েছেন দু’জন। তাঁদের এক জন স্থানীয় তৃণমূল নেতা রাজু শেখ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আর কেউ জখম হয়েছে কিনা তার খোঁজ চলছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিশপুরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভোটের আগে তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ হয়। বিরোধীদের অভিযোগ, এলাকায় অশান্তি করার জন্য তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা বাঁধার কাজ করছিল দুষ্কৃতীরা।

রাজু শেখকে উদ্ধার করে পুলিশ কাটোয়া হাসপাতালে ভর্তি করেছে। কেতুগ্রাম বিধানসভার সিপিএম প্রার্থী মিজানুর কবীর শেখ বলেন, ‘‘এলাকায় অশান্তি পাকানোর জন্য তৃণমূল বোমা বাঁধছিল। সেই বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে।’’

Advertisement

তৃণমূল যদিও এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পুলিশ তদন্ত করে দেখছে কী হয়েছে। এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই বলেও দাবি করেছে শাসকদল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement