২০১১ সালে বেনাচপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। বার বার জামিনের আবেদন খারিজ হওয়ার পর শেষ পর্যন্ত ২০১২-য় সুপ্রিম জামিন দেয় বাম জমানার মন্ত্রী তথা সিপিএম নেতা সুশান্ত ঘোষকে।
এ বারের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের শালবনি কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন সুশান্ত। আগামী ২৭ মার্চ প্রথম দফার ভোট। এই দফাতে ভোট হবে শালবনি কেন্দ্রেও।
সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন সুশান্ত। হলফনামায় নিজের এবং স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন নির্বাচন কমিশনকে। তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি কী আছে দেখে নেওয়া যাক।
হলফনামায় সুশান্ত দাবি করেছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৫ হাজার টাকা। কোনও স্থানী আমানত, স্বল্পকালীন আমানত, এমনকি কোনও সেভিংস-ও নেই তাঁর। ঋণও
তাঁর কোনও মিউচুয়াল ফান্ড নেই। কোনও বিমা, পোস্ট অফিসে সেভিংস নেই। এমনকি ব্যাঙ্ক বা কোনও ব্যক্তির কাছেনেই শালবনির এই সিপিএম প্রার্থীর।
তবে সুশান্তর একটি পুরনো গাড়ি আছে। যার দাম ১ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে তাঁর ০.৪২ একরের একটি জমি আছে। যার বাজারদর ৪ লক্ষ ১০ হাজার টাকা। নিজের বাড়িও নেই।
সুশান্তর স্ত্রীর স্থায়ী আমানতের পরিমাণ ৯ লক্ষ ৩৭ হাজার ১৮৪ টাকা। তাঁর নামে একটি বাড়ি আছে। যার বর্তমান বাজারমূল্য ২১ লক্ষ ৭৮ হাজার টাকা।
সুশান্ত ঘোষের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৫১ হাজার ৮০৫ টাকা। তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। তাঁর স্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লক্ষ ৮৪ হাজার টাকা (বর্তমান বাজার মূল্য অনুযায়ী)।