Yogi Adityanath

Bengal Polls: নিভৃতবাসে করোনা-আক্রান্ত যোগী আদিত্যনাথ, বাতিল হল বালুরঘাটের জনসভা

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরের কয়েক জন সংক্রমিত হ‌ওয়ার পর থেকেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৬:২৭
Share:

ছবি: সংগৃহীত।

করোনার জন্য নিভৃতবাসে থাকায় বালুরঘাটে যোগী আদিত্যনাথের নির্বাচনী জনসভা বাতিল করা হল। বুধবার এ কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব।

Advertisement

বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করার কথা ছিল যোগীর। বুধবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ায় খবর জানিয়েছেন যোগী। যদিও তার আগে থেকেই নিজের দফতরের কয়েক জনের সংক্রমণের পর নিভৃতবাসে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এর পর বুধবার যোগী জানিয়েছেন যে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আপাতত নিভৃতবাসেই থাকতে হবে তাঁকে।

বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি-র সম্পাদক বাপি সরকার একটি সাংবাদিক সম্মেলনে জানান, যোগীর দফতরের কয়েক জন সংক্রমিত হ‌ওয়ার পর থেকেই তিনি নিভৃতবাসে রয়েছেন। সে জন্য তাঁর দফতর থেকে জানানো হয়েছে যে জনসভায় আসতে পারবেন না যোগী। যদিও যোগী আসতে না পারলেও ওই এক‌ই জায়গায় এক‌ই সময়ে জনসভা হবে বলে জানিয়েছেন বিজেপি জেলা সম্পাদক। ওই জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অভিনেত্রী তথা রাজনীতিক পায়েল সরকার আসবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement