প্রচারে মনোজ তিওয়ারি। নিজস্ব চিত্র
পুরুলিয়ার বান্দোয়ানে দলীয় প্রার্থী পার্সি মুর্মুর সমর্থনে শনিবার প্রচার করলেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। রোড শো এবং সভা থেকে তিনি বিঁধলেন রাজ্য সরকারকে। ‘রিঙ্কিয়া কে পাপা’খ্যাত মনোজ গান গেয়ে বললেন, ‘‘হাম সবকা সম্মান করেঙ্গে, পশ্চিমবঙ্গাল কা কাম করেঙ্গে।’’ পাশাপাশি খেলা হবে স্লোগান নিয়েও পাল্টা তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘খেলা শুরু নয়, শেষ। মা মাটি মানুষ এখন কাঁদছে।’’
শনিবার মনোজের কর্মসূচিতে তাল কাটে পুলিশের হস্তক্ষেপের কারণে। ইন্দটার মাঠে নেমে রোড শো করে চকবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল মনোজের। সেখানেই একটি সভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ মাঝপথেই এই কর্মসূচি আটকে দেয়। ফলে চকবাজারের সভামঞ্চে না উঠে গাড়ি থেকেই বক্তব্য রাখেন মনোজ। পশ্চিমবঙ্গর ফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনায় মনোজকে। তিনি বলেন, ‘‘রাস্তা ঘাটে বাচ্চা, বুড়ো সকলের মুখেই এক কথা, বিজেপি আসছে আর তৃণমূল যাচ্ছে।’’
তার পর সেখান থেকে নামোপাড়ার দিকে ফের রোড শো নিয়ে যেতে চাইলে আবারও তাঁর মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলের যাত্রাপথ নিয়ে এরপরই বচসা বাধে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। শেষ পর্যন্ত যদিও মিছিলটিকে ঘুরিয়ে দেওয়া হয়। ঘটনায় ক্ষুব্ধ হন মনোজ। তবে পুলিশের দাবি, হেলিপ্যাড থেকে চকবাজার পর্যন্ত রোড শো করার অনুমতি ছিল মনোজের। তার পর অনুমতি না থাকার কারণেই মিছিল ঘুরিয়ে দেওয়া হয়। রোড শো শেষ করে তিনি যখন হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন, তখন উপস্থিত জনসাধারণের অনুরোধে ‘রিঙ্কিয়া কে পাপা’ দু’লাইন গেয়ে শোনান মনোজ।