নন্দীগ্রাম কাণ্ডে সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল (বাঁ দিকে) এবং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ (ডান দিকে)-কে। —নিজস্ব চিত্র
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তাঁদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়াও হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
গত ১০ মার্চ বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে আহত হন মমতা। ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তার ৪ দিনের মাথায় কড়া পদক্ষেপ করল কমিশন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা অধিকর্তার পদ থেকে। সোমবার দুপুর ৩টের মধ্যে বিবেকের জায়গায় নতুন নিরাপত্তা অধিকর্তা নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে। তাঁর জায়গায় আনা হয়েছে ২০০৯ ব্যাচের আইপিএস সুনীলকুমার যাদব। সরানো হয়েছে জেলাশাসক বিভু গোয়েলকেও। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক স্মিতা পাণ্ডে। আরও কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
নন্দীগ্রামের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে কমিশন জানিয়েছে। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ক্ষেত্রে এই গাফিলতি হল কী করে সেই প্রশ্নও তুলেছে কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকটি উপযুক্ত ভাবে খতিয়ে দেখা হয়নি। রাজ্যে কমিশন নিযুক্ত অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক হিসাবে আসছেন পঞ্জাবের প্রাক্তন পুলিশকর্তা অনিল কুমার শর্মা।
মুখ্যসচিবকে পাঠানো চিঠি কমিশনের।