২০১১ সালে মাত্র ২৫ বছর বয়সে শুরু নির্বাচনী লড়াই। এখনও পর্যন্ত দু’টি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি একটিতেও। তবে লড়াই থেকে পিছু হটতে নারাজ শতরূপ ঘোষ।
সিপিএম-এর এই তরুণ তুর্কি এ বারেও দাঁড়িয়েছেন কসবা কেন্দ্রে। তৃণমূলের জাভেদ খানের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি।
বামফ্রন্টের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এ বার নজর কাড়ছে তরুণ ব্রিগেড। তাঁদের মধ্যে রয়েছেন শতরূপও।
নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন শতরূপ। তাতে জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে ২ হাজার টাকা।
এসবিআই-এর বালিগঞ্জ শাখায় তাঁর অ্যাকাউন্টে গচ্ছিত আছে ১ লক্ষ ৬০ হাজার ৩৬১ টাকা ৩৩ পয়সা। অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রুবি পার্ক শাখায় একটি জয়েন্ট অ্যাকাউন্টে আছে ৪০ হাজার টাকা।
শেয়ার বাজারে কিছু বিনিয়োগ করেননি শতরূপ। কিছু গচ্ছিত রাখেননি ডাকঘরের সঞ্চয় প্রকল্পেও। তাঁর নামে নেই গাড়ি বা সোনার গয়নার মতো মহার্ঘ্য জিনিসও।
শতরূপের নামে কোনও বসতবাড়ি মালিকানা নেই। কেনেননি জমিও। তরুণ বামনেতার নেই কোন ব্যাঙ্কঋণও।
নিজেকে সমাজকর্মী এবং নেটমাধ্যমে ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে উল্লেখ করেছেন আশুতোষ কলেজের এই প্রাক্তনী।
২০১৮ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে।
নেটমাধ্যমে শতরূপ খুবই জনপ্রিয়। ভার্চুয়াল দুনিয়ার সেই জনপ্রিয়তা কতটা প্রতিফলিত হয় ভোটযন্ত্রে, দেখার অপেক্ষায় বাম সমর্থকরা।