বাগ্মী হিসেবেও পরিচিত প্রবীণ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এ বার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দমদম উত্তর থেকে। নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে জানিয়েছেন তাঁর সম্পত্তির বিবরণ।
২০২০-’২১ অর্থবর্ষে তন্ময় উপার্জন করেছেন ৫ লক্ষ ৩২ হাজার ৭০ টাকা। তাঁর স্ত্রী লিলি উপার্জন করেছেন ১০ লক্ষ ৬৩ হাজার ৮৮০ টাকা।
এই মুহূর্তে তন্ময়ের হাতে আছে নগদ ১২ হাজার ৪৩০ টাকা। স্ত্রীর কাছে নগদ রয়েছে ২২ হাজার টাকা।
দু’টি স্থায়ী আমানতে তন্ময়ের নামে গচ্ছিত আছে যথাক্রমে ১ লক্ষ এবং ৩ লক্ষ ৫৮ হাজার ১৬৩ টাকা।
পাশাপাশি, ছেলের সঙ্গে যৌথ সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত ৩ হাজার ২৯৯ টাকা ৬০ পয়সা। এ ছাড়াও অন্য চারটি অ্যাকাউন্টে আছে যথাক্রমে ৯ হাজার ৩০৭ টাকা ৬৫ পয়সা, ১ লক্ষ ৫৮ হাজার ৮২ টাকা ৩৫ পয়সা, ৯ লক্ষ ৫৩ হাজার ২১৭ টাকা ৩৪ পয়সা এবং ২ লক্ষ ৭১ হাজার ৭৯৮ টাকা ২৬ পয়সা। এর মধ্যে তৃতীয় অ্যাকাউন্টটি স্ত্রীর সঙ্গে যৌথ ভাবে রয়েছে। সব মিলিয়ে সেভিংস অ্যাকাউন্টে তন্ময়ের নামে গচ্ছিত আছে ১৩ লক্ষ ৯৫ হাজার ৭০৫ টাকা ২০ পয়সা।
তন্ময়ের স্ত্রীর নামে ব্যাঙ্কে কত টাকা গচ্ছিত আছে, সে বিষয়ে হলফনামায় কিছু উল্লেখ করা হয়নি। শেয়ার বাজারেও তাঁরা কোনও টাকা বিনিয়োগ করেননি। ডাকঘর সঞ্চয় প্রকল্প এবং জীবনবিমার ক্ষেত্রেও তাঁদের কোনও বিনিয়োগ নেই।
২০১৬ সালে একটি গাড়ি কিনেছিলেন তন্ময়। ২০১৬ সালে গাড়িটি কিনতে তাঁর খরচ হয়েছিল ৪ লক্ষ ১ হাজার ৭৯০ টাকা।
তন্ময়ের নামে কোনও সোনার গয়না নেই। তাঁর স্ত্রী লিলির ৪২ গ্রাম সোনার গয়নার মূল্য ১ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা।
তন্ময় বা লিলির নামে কোনও জমি নথিবদ্ধ নেই। তাঁরা থাকেন নেতাজি কলোনিতে। এ ছাড়াও তাঁদের আরও একটি ফ্ল্যাট আছে বৈষ্ণবঘাটা পাটুলিতে।
২০১৬ সালে ৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন। তাঁর বাড়ি এবং ফ্ল্যাটের বর্তমান বাজারদর প্রায় ৬৫ লক্ষ টাকা। তাঁদের নামে কোনও ব্যাঙ্কঋণ এই মুহূর্তে চলছে না।
তন্ময় নিজে অবসরপ্রাপ্ত। তাঁর স্ত্রী চাকরি করেন ভারতীয় রেলে। উপার্জনের উৎস হিসেবে তন্ময় পেনশনের কথা উল্লেখ করেছেন।
১৯৭৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যশাখায় স্নাতক হন তন্ময়। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী।
তন্ময়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লক্ষ ৬৮ হাজার ৮৮ টাকা ২০ পয়সা। তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তির মূল্য ২ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা।
৬৫ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি আছে তন্ময়ের। তাঁর স্ত্রীর নামে স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ নেই।
২০১৬ সালে দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে পরাজিত করেন তন্ময়। এ বারের বিধানসভা নির্বাচনে তন্ময়ের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপি-র অর্চনা মজুমদার।